নিকট ঘেঁষে ছিল অদেখা আঁধার
ঝরেছিল শিউলি পূর্নিমার রাত
আবেগে দুলেছিল কাশফুল
বলেছিল কত কথা মন সমুদ্দুর।

হয়নিকো কোন অভাব
ডুবেছিল ভালোবাসার সহস্র হাত
ছুঁয়েছিল আবেগের বেগময়  বাতাস
কেটে গেছে কতদিন বহু বছর
মুছে গেছে মোহময় মন সরোবর।

একটি নিঃস্বার্থ দিনের কাছে
চেয়ে থাকে উপোষী  সরাব
সব সুখ দেবে কি তারে
বাড়ায়  রঙিন মুখাবয়ব।

ভুলেছি বাহনার আকাশ
দেখেছি কত খেলা স্বাক্ষী ঐ চাঁদ
এখন নিস্তব্ধতার কেটেছে আঁধার
এসো বেরিয়ে এসো  অনন্ত সকাল।