নিজেকে ভালোরাখার এক অক্লান্ত অদৃশ্য যুদ্ধ চলে সময়ের কাঁটায় সারাক্ষণ।
নিজে ভালো থাকলে ধরণী রঙিন রসগর্ভ নদীর জোয়ারে ফেঁপে উঠে
অসীম আকর্ষণের মুগ্ধতায় ভ্রমন করে বেড়ায়
পৃথিবীর মাটি জল আকাশ।
অন্যকে ভালো থাকার অফুরন্ত অনুপ্রেরণা যোগায়।
এই প্রেরণাই শক্তির আধার
সাহসের প্রথম পদক্ষেপ ভবিষ্যতের সুবর্ণ উচ্ছ্বাস
ভালোলাগার প্রথম বিশ্বস্ততা অকৃত্রিম শক্তি।
অনন্ত ক্ষুধা অনন্ত তৃষ্ণা নিয়েই
পৌঁছাতে হয় অনন্ত যাত্রায়
মায়ার অচ্ছেদ্য বাঁধন মৃত্যুর পরে ও কাছে ডাকে
কল্পনার জাল দীর্ঘ হতে দীর্ঘতর প্রসারিত হয়
দেহের বাসনাগুলো বাসন্তী হাওয়ায় দুলতে থাকে অগণন।
ফাগুনের আগুন হাওয়ায় উড়তে গিয়ে
আশা রঙমেখে রঙিন হয় কাছে আসে
প্রেমের পরশ রুপকথার রূপমঞ্জরি।
জাগ্রত মন মুক্তা সেচে
জীবনের সুখভোগ উপভোগের সিঁড়ি আকাশময়
আর দুঃখ আগাছাময় যতই উপড়ানো হোক না কেন
গজাতেই থাকে ক্ষণপদের মতো।
মনকে বশ করা কঠিন দূরত্ব ও অসীম
ইচ্ছের বশীভূত নয় অকাল কুস্মাণ্ড
আঘাতের ও বহুরপ সুন্দর ও অসীম
প্রতিটিরই অনন্য উচ্চতা একটি সাথে অন্যটি আলাদা
এ সৃষ্টিকে বোঝা কঠিন এক জীবনেতো নয়ই
বহু জীবনে বুঝিতে চাই বহুবার আসিতে চাই এ ভূবন মেলায় নতুন খেলায় সুরভি ছড়াতে ছাই মানবতায়।