হাসিমাখা ওচোখে
কেন বারবার ফিরে চাও
অনেক দিন পরে আবার দেখতে এলাম
বনে বনে ফুলের মেলা ও হাসি কিনতে এলাম
আর্দ্র জলে মিষ্টি হেসে যখন ডাকো বন্ধু আমার
হৃদয় বীনায় সুর বাজে ঐ খেয়া ভাসাই
আমিতো বিভোর হয়ে দেখতে থাকি
এ চোখ সরে না অন্য কোথাও এ মন যায় না দূরে
হারিয়ে কোথাও।
হাত ছুঁয়ে ঐ ঝাউয়ের শাখায়
মনটা কেমন খেলে বেড়ায়
আঘাত সহে কত মানুষ সুখ কিনতে খুঁজে বেড়ায়
পাহাড় খুঁজে, সমুদ্রে যায় , তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়
সবুজের মিতালিতে মন শুধু হাতছানি দেয়।
কিনবো বলে মনের জানালা খুলি রাখি
পাই যদি মনের মতো দুঃখ সুখের সহপাঠী
চড়ুইভাতি মিলবে আবার আঁধার রাতে বাগান বাড়ি।
কিনবো বলে দেশান্তরি
লক্ষ সুখের ফুলঝুরি
কোটি টাকার বিনিময়ে
কেউ কি আমায় দিতে পারিস।
মনোহর মধুবন মমতায় মনোময়
মৌটুসী মীনাক্ষী মৈনাক পর্বত
খুঁজে ফেরে কিনবে বলে অনুগতের আলিঙ্গন
বিনিময় বিভাজন সৃষ্টি করে অভাজন।
লক্ষ তারার বাতি জ্বেলে
খুঁজে বেড়াই আকাশ পাতাল
হারাধনের হারার খবর হারিয়ে গেলো শেষবেলায়
খুঁজতে গেলে খুজে পাবে শশ্মান ঘাটে সূর্য ডোবায়।