কুমুদ কুসুম ফোটে সরোবরে
অবনীর আঙিনায় সহস্র নক্ষত্র আলো করে ।
সবুজ শ্যামল ছায়াবীথি মায়াময় গ্রাম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খোকার জন্মস্থান।
ডাগর ডাগর কালো চোখ কি গভীর মায়া
বুদ্ধিদীপ্ত হৃদয় আরও তেজস্বী কায়া।
সহজ সরল চলন অকপট সত্য কথন
কাজে কর্মে অতি সুনিপুণ বুকে অসীম সাহস
দেশপ্রেম অমূল্য রতন দেশের জন্য জীবন পণ।
সেরাদের সেরা সূর্যসন্তান
দাবি আদায়ে সোচ্চার সর্বদা মাটির মতো মন
আপন হাতে গড়া জন্ম মাটি ছোট্ট এক ভূখণ্ড
বাংলায় কথা বলা গল্প করা তারই কারন
স্বাধীন এ বাংলা তার নয় মাস সংগ্রামেরই ফল।
খোকা আসে একুশে ফেব্রুয়ারির লক্ষ জনতার ভিড়ে
খোকা আসে ৭ই মার্চের বিপ্লবী ভাষণে
কোটি বাঙালির হৃদয়ের আসনে।
খোকা আসে ১৭ই মার্চ শিশুর অন্তরে ছোট শিশু হয়ে
খোকা আসে বিজয় দিবসে লাল সবুজের পতাকা হাতে
হৃদয়ে হৃদয়ে তরঙ্গ ছোটে কে বলে তুমি নেই
ফুলের স্তবকে দেখি তোমারি হাসি মুখ অমলিন নিষ্পাপ
অকলঙ্ক দুর্নিবার।
মৃত্যু এখনো তরুণ ৭৫এর ১৫ই আগষ্ট
ধানমন্ডির ৩২নম্বরের বাড়িতে
দেয়াল ভিজে উঠেছে রক্তের ছোপ ছোপ দাগে
এখনো কান্নার আওয়াজ রাসেলের
নিষ্পাপ মুখ কান্না ভেজা চোখ
দুচোখ জলে ভরে অন্তরের হাহাকারে
আত্মা চলে গেছে দেহ প্রাচীর ফেলে
পদধূলি আঁকড়ে ধরে আছে
পরম যত্নে মৃত্তিকা গহবরে
মমতার আঁচল দিয়ে বুকে জড়িয়ে রেখেছে তোমার স্বত্বা।
শেখ মুজিব তুমি জাতির পিতা
তোমারই হৃদয় মিশে আছে এ বাংলার
১৮কোটি জনতার অন্তরে।
যোগ্য উওরসূরি তোমারই কন্যা তোমার ই আদর্শে
গড়ছে সোনার বাংলা, বিজয়ের মুকুট আজ তার মস্তকে জয়বাংলা জয় বঙ্গবন্ধু সতত তোমারই কথা
খুব বেশি মনে পড়ে।