তরঙ্গময় সকাল এগিয়ে চলে গতিময়তায়
শাখাময় বৃক্ষ চলে বিহঙ্গের ধ্যানময় নীরব সংগীত
লাজুক ঝর্ণার কণ্ঠে শুনি উচ্ছ্বাসের ঢেউ যদিও
ছায়াময় আবরণ ঢেকে রাখে সরাব শরীর
চুম্বনের কারুময়তায় কেঁপে উঠে মৃত্তিকার জঠর।
চোখের তারার প্রকাশে জ্যোৎস্নারতরঙ্গ
অমরগীতিময় প্রেম রূপসীর ঋতুচক্র
অনাবিল ঢালিছে রূপালী সুধারাশি
অনন্ত প্রেমে মজেছে কামুক যাদুময়তায়
নির্মল বলয়ে।
প্রেম এক নিবিড় আনন্দ অনুভূতি
শ্লোকময় যৌবন বেলা
আঁধারে ও ফুল ফোটে
ঘুমকাড়ে নিশিথবেলার
চরণে নুপুরের ছন্দ চোখে রঙিন চশমা।
চল্লিশ পেরোয় যখন
বয়স মেলে ধরে অতীতের ডায়রি
কিছু খামখেয়ালি জটিলতা
চুলের রসিকতায় কলপের আছঁড়
চামড়ার মসৃণতার আড়ষ্টতা
দেহজ ক্লান্তি মুছে দিতে চায়
অতীতের সোনালি ফসল
চোখে ভারী চশমা দাঁতে রুট ক্যানেলের যন্ত্রণা
ভুলে যাওয়ার ইতিহাস বহু।