এতটাও অবুঝ নও তুমি
মনকে করোনা শাসন কর বারণ
যেও না ও পথে যে পথে হারাও তুমি
যে কারনে নিজেকে চেন না তুমি।
অদ্ভুত আদুরে স্বভাব তোমার
শাসনে রাগো সোহাগে ভেজো বারো মাস
এতটা ভিখারি তুমি এতটা কাঙাল তোমার মন
প্রশংসায় ডুবে যাও ক্ষণিকের তরে ব্যাথা পাও তারপর।
মিথ্যে রূপে ভোল তুমি
মিথ্যা শ্রবনে জুড়াও অন্তর
শুধু একটু সহানুভূতি একটু প্রেমে তোলপাড়
জগতজুড়িয়া এ নেশায় বুদ পশুপাখি মানুষ জন।
এজগতে শুধু ভালোবাসা বাসি
মিছে জনম মিথ্যে অহম মিথ্যে স্বার্থপর
যত কর ধন যত গড়ো বাড়ি যত চড়ো গাড়ি
সবই মিছে সবই খেলা দুদিনের সংসার।
বাড়াও তব হাত সবার হাতে
নিজেকে ভুলে অপরের স্বার্থে কর কাজ
ধন্য তখন তুমি নামটি সবার মুখে
মৃত্যু হলেও তখন জানবে ভুবন লোকে।