প্রীতিময় সকালে
এক অদৃশ্য স্নেহধন্য অনুভূতির অনুভব
পূন্য প্রভাতে বিহঙ্গের মনোহরা কুজন
শিশিরের স্নেহরসে পথের প্রতি পদক্ষেপে  
চলার পথে ছড়িয়ে রাখা এমন অকৃত্রিম দান
ধন্য জীবন তব প্রেমনদে আঁখি অপূর্ব রূপে।

যতই ভাবি ভাবনা বাড়ে
যতই দেখি অদেখা অজ্ঞাতে
যতই শুনি আরও সাধ জাগে
যতই করি পান তৃষ্ণা না মেটে।

কত ঋণে ঋণী এ দেহ
অহম তবু্ও অযুত আকারে
শীর্ষ চূড়ায় সদা উঠে মন
আঁধার যতই থাকুক বুকে
শিক্ষার আলো পৌঁছে না সদা
সুগভীর মনের রুদ্ধ দ্বারে।

তৃষ্ণা ছুটে অনন্ত অভিমুখে
সহস্র আরশিতে ইচ্ছে রঙধনু আঁকে
কামনার তৃষ্ণা মেটে না সমুদ্রে
মৃত্যু এসে দাঁড়ায় পশ্চাতে।

এ দেহ নয় অমর
এ মন ও নয় স্থির
এ  হৃদয় তবু হাসে
দুঃখ ভুলে এক নিমিখে৷

দুঃখ যত দাও
আধেক পুলক দাও
মন ছুটে তবু  অজানাতে
দেহঘড়ি থামবে একদিন
যেদিন তোমার ডাক আসে।