আঁধার পেরিয়ে এনেছিলে রবি
আলো ছড়িয়েছিলো দিকে দিকে।
উড়েছিল লাল সবুজের পতাকা
শ্লোগানে মুখরিত ছিল এই দেশ।
প্রানে প্রানে উল্লাসের বেণু ভেসেছিল
জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান অশেষ
সাহসী বীর অকুতোভয় দরদী নেতা
করেছিল কুর্নিস বাংলার জনতা।
লক্ষকোটি বাঙালী হৃদয়ে
তুমিই হয়েছিলে জাতীর পিতা
ক্ষমাশীল উদার বিশ্বনেতা
তুমিই আজ সবার প্রেরনা।
দেশ হারিয়েছে মহান নেতা
আমারা হারিয়েছি জাতিরপিতা
বিশ্ব হারিয়েছে সাহসী নেতা
পিছিয়ে পড়েছে বাংলা সভ্যতা।
লক্ষ মুজিব আজ সবার অন্তরে
তোমারই আদর্শ আজ পাথেয় করে
এগিয়ে যাবে বাংলা ও বাঙালি
মাথা উঁচু করে বিশ্ব দরবারে।
মুজিব আছে সবুজক্ষেতে
মুজিব আছে লাল পতাকায়
মজিব আছে বাংলা মানচিত্রে
মুজিব আছে নৌকা প্রতীকে।
কে বলেছে তুমি নেই
তুমি আছো অন্তরে অন্তরে
প্রদীপ শিখা হয়ে উচ্চশিরে
গান কবিতা গল্প ও সাহিত্যে।
তবুও ১৫ই আগষ্ট এ দিনটি এলে
বেদনায় ভরে বুক দু চোখ জলে ভরে
আত্মার নিবেদন জানাই ফুলে ফুলে
ফুলের গভীরে তোমার কণ্ঠস্বর কেঁপে উঠে
রাসেলের কান্না ভাসে।
পর পর মেশিনগানের শব্দ আসে
আর্তনাদ তলিয়ে যায়
বিভিষিকাময় নিরব নিস্তব অন্ধকার চোখ বোঝে
পৈশাচিক পায়ের শব্দ সিঁড়ি বেয়ে নেমে আসে।
চোখ মেলে দেখি
লক্ষ জনতার অর্ঘ্য নিবেদনে
জানাচ্ছে বিনম্র শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাভরে
হে বিজয়ী বীর মুক্তির দেবতা প্রনাম তোমারে।