হৃদয় নিংড়ানো আত্মার সুরেলা ঢেউগুলো
নিশীথের অতল অন্ধ কূপের দরজা পেরিয়ে
পাতাভরা শাখার কিচিরমিচিরে প্রবেশ করে।
আহা কি বিধস্ত ! স্নেহময় চাহনি
সারল্যের নিশিকুটুম, সুললিত ধ্বনির মৌচাক
পুষ্পের পাপড়ির কোমলতায় জখম করে
বুনোফুলে ঢেকে আছে নিতম্ব কটিদেশ
নয়নে নীলের কল্লোল, অধরে গোলাপি আভায় চুমকুড়ির নীলাঞ্জনা।
ক্রমশ জালের মতো রাতের আধার ঝরে পড়ছে
গুবাক সারি ঘেরা স্বপ্নহীন নিঃশব্দ বাড়ির উপর
গুটিসুটি পায়ে নিদ্রার অবারিত দ্বার আঁখিতে
অনিচ্ছার কষ্ট জমে মধু অভিসারের
চরাচর জুড়ে নীলাকাশ নামে
স্মৃতির মূর্তি মুছে অর্ন্তধ্যানের গতিতে।
অমিয়ধারা বহে অন্তর সংগীত সুধায়
সৃষ্টি সুন্দর মনোহর ঈশ্বর প্রকাশে
ভোরের আঁখিতে শুচিজলের গাগরি ভরে
উদয় পরিশুদ্ধ হৃদয় তীব্রতম কান্নার পরে।