শাওন সন্ধ্যায় কে মাদল বাজায়
বনতলে বনফুল কে ছড়ায় কে ছড়ায়
অনন্ত একাকী জীবন যমুনায়
নক্ষত্রের মনিহার কোথায় হারায়?
যে নদী শুকিয়েছে অবহেলায়
দাও তারে প্রেম বারি নিশিদিন নিরালায়
হাসিবে সে কদম কেয়ায়
নাচিবে বিহঙ্গ কুসুম ডালায়।
আজ হবো না যে ঘরের বাহির
নয়ন সম্মুখে ফুল ফুটিছে কি রঙিন
মেঘে মেঘে গড়ে জলের পাহাড় বেদী
সাদা কালো লাল নীল বাহারি রঙিন।
শূন্যে গড়িয়াছে কে মধুহীন মৌচাক
ঝরিছে নিশিদিন কুয়াশায় সলাজ
মধুময় মায়াবী সাথী ঘুরিছে একই সাথ
মনের মাধুরিতে মিশিছে সুবাতাস।
কে কে যাবে পদ্মবিলে
মিষ্টি মধুর বৃষ্টি পড়ে
পদ্মপাতার ছাতা মাথায় কলার ভেলায় ছড়ে
পদ্মফুলে সাজিয়ে দেবো মনের মতো করে
আনন্দ আর কোলাহলে চলবো দুলে দুলে।
গানে গানে সুরে সুরে উজাড় হবে মন
দূঃখ যত ভাসিয়ে দেব ফুলের পাপড়িতে তখন আনন্দেরই ঝর্ণাধারায় ভিজবে সবার মন
ফিরবো সবাই হাসিমুখে গাইবো বিজয়ের গান।