কান সবসময় মধুর ধ্বনি শুনতে অভ্যস্থ
নিজের কান হোক বা অন্যের
বিধাতার কি অপূর্ব সৃষ্টি নাক সুগন্ধি সৌরভে তুষ্ট।
মানুষের অন্তর ও চায় ভালোবাসায় পূর্ণ থাকুক
হৃদয়ের প্রতিটি অনুভূতিময় সূক্ষ্ম কোঠর।

তাচ্ছিল্য কিংবা অনাদরের ভাষা
কানকে বিষক্রিয়ায় বিষাক্ত করে
মেরে ফেলে অনুভূতির ভালাগার দেরাজগুলো
কোমল বৃতিগুলো ঝরে পড়ে তীব্র দহনে।

নিজেকে ভালোবাসার দেহের প্রহরীরা
সচেতন হতেই আঘাত করে প্রতিপক্ষকে
মুক্ত হয় কিছু বিষক্রিয়া বা বিষক্ষয় হতে থাকে
মস্তিষ্কের করোটিকা শান্ত হয় অন্যকে অনাদরে।

এ যেন যুদ্ধ জয়
মনের আবেগের পূনরুজ্জীবন
তবে এর  ব্যতিক্রম শিক্ষিত মানুষ ও
অনেক সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না।
শিক্ষা সার্টিফিকেটে নয় আচরণে
এটা কতজন রপ্ত করতে পারে
বা এর শতকরা হার কত।

মুখচ্ছবি  হৃদয়ের আয়না
আয়নায় নিজেকে দেখতে হলে
মনের চোখের দৃষ্টি চাই
বাহ্যিক চোখ অনেক সময় যা দেখে
সবসময় সেই দেখা সঠিক  হয় না।

অন্তর তব নির্মল কর বিকশিত করো সুবাসে
শান্ত কর হৃদয়ের ঢেউ  সুখময় করো কথাকে
নয়ন নৃত্যে পুলক জাগাও সৃষ্টি সুন্দর প্রকাশে
ঘুচাও আঁধার আলোক শিখায় নন্দিত হও  জগতে।