নিশীথ নয়নে ফোটে তারার ফুল
ক্লান্ত দেহ মনে গভীর ঘুম
ভুলে যাই এ পৃথিবী ভুলে যাই কে আমি
ভুলে যাই আত্মীয় স্বজন বন্ধু তুমি।
ভুলে যাই বিষাদ ভুলে যাই আনন্দ
ভুলে যাই কল্পনা দুঃখ গুলি
গভীরে হারায় কোথায় কখন কিভাবে যায়
আবার ফিরে আসে আত্মার ঢেউ তুলে
আঁখি মেলে জেগে উঠি এই আমি।
রবির শয়নে ক্লান্ত পাখি
ঘুমায় নীড়ে শান্তির কথা বলে চুপিচুপি
ভোরে উঠে ডাকাডাকি কোথা যাবে
কি খাবে ডানামেলে ঝাঁপাঝাপি।
বৃক্ষ দাঁড়ায় নিরবতায়
শান্ত শীতল হাওয়া ছড়ায়
ফুলে ফলে উপাদেয় আহার জোগায়
আশ্রয় দান করে নিরলস সেবা দেয়।
সেবা নিয়ে নয় সেবা দিয়ে যাও
করুনা নিয়ে নয় দয়া করে যাও
নিজে খেয়ে নয় কাউকে আহার দাও
সরল হও সৎ পথে যাও
মিথ্যাকে দূর কর আঁধার ঘুচাও।