ডুবন্ত চাঁদের নীচে
                মায়া-হরিণীর দৌঁড়,
মৃত মেঘের উলুধ্বনি
                পাথরের ঘামে
                অাঁধার পার করে
গানের মালায় বসে
                 নিকোটিনে পোড়াচ্ছে
বুকের সাদা কাগজ...

কাকভেজা শহর খুলে
                 পিচঢালা পথের লোকাল বাসে
                          বৃদ্ধঘুম,
ক্লান্তির গর্ভে উঁকি মেরে
                          জাতিশ্বর...

শূন্যের ধোঁয়ায় স্মরণ-অতীত জলসুখ
হৃৎপিণ্ডের জানালায় অায়না ধরে
লাল অাপেলের মতো বুকে মেলে ধরছে কালের ক্ষিপ্রতা

                  সরে যাচ্ছে ফুটন্ত গোলাপের ঘ্রাণ
                  ঐ ডুবন্ত চাঁদের নীচে,

                  বর্ণহিম অবাক স্পর্শ
জমাট করে দিচ্ছে অালোর রক্ত,
                  সূর্য-বীজকোষ
কখনো জাগবে কি অতৃপ্ত জঠরে?

                  নয়তো কিয়দংশ অাপেক্ষিক
                  জীবাশ্ম-প্রাচীন দেয়াল ঘেঁষে
                  নাগরিক থাবা গুণে যাবে
প্রাণের ফেরিওয়ালা...