জান্তব অন্ধকারে লণ্ঠনের ভেতর জ্বলে ওঠে নিভে গেছি কেরোসিনের বায়নায়,
কী নিদারুণ কষ্ট হে অামার জীবন!
জীবন মানেই তো সময়ের ট্রাজিক মিথ...
মাটিতে রক্তের বিছানা,
চোখ অামার সমুদ্র,
বুকেতে অাগুনের ঘর,
হৃৎপিণ্ডে হাওয়ার বাসর...
নিষিদ্ধ ভূ-খণ্ডে অামি হলাম অসময়ের দাবীদার!
স্বয়ং নিজেকে ঠাঁই দিতে গেলে পৃথিবী কেনো চায় জন্মের ঋণ?
কী নিদারুণ কষ্ট হে অামার জীবন!
বাঁচতে চেয়েছি সূর্যের বর্ণমালায়,
ঘাসেদের সিক্ত অালপনায়
কিংবা ছলনার লাগাম টেনে ধরে
একটি গুপ্তহত্যার ভেতর ফুটন্ত ফুলের পাপড়িতে,
অথচ কষ্ট অামাকে গোপনে চিবিয়ে খেয়েছে একশো বার...