তোমার মনের কথা গোপনে পাঠ করে বাঁচি রোজ
অামি সব জানি, সব জানি
অলৌকিক তোমার পারাপারহীন অনুভব
সমান্তরাল চিরন্তনী স্রোত
ভেসে ভেসে রূপোলি বিকেলের অালপনায়
তোমা মাঝে অামার জীবনের জীবন্ত ভাস্কর্য...
দুঃখের ভিতর যে শব্দেরা খেলা করে
তার টুংটাং অাওয়াজ
অাকুতি কণ্ঠে পূর্ণতা খুঁজে তোমার স্বর-সুর ভরা
এক চিলতে টোলপড়া গালের হাসিতে....
যে বিরল ধারায় অবিরাম বৃষ্টিপাত ঘটে
সে অানন্দঅশ্রুর কার্নিশে তোমাকে বসিয়ে
পৃথিবীকে রাঙিয়ে দেবার জন্য অামার এতটুকু
অবসর নিতে কোন কার্পণ্য হবে না...
কলমকে বলেছি প্রকাশিত করো অামায়
মৃত্যৃর ভিতর স্পর্শহীন সাইরেন-------
জাগিয়ে তুলেছি তোমার অাত্মার স্বর্ণ-দরজা
যার নাম দিয়েছি----
অামার অাজন্ম বেঁচে থাকার অালোক 'স্নেহ' উৎসমূল...