তোমার কবিতার কবি হতে গিয়ে
ভুল করে ভুলের বাইরে জেগে ওঠে
অাজন্ম পোষা ব্যথারা যদি
অামরণ যুদ্ধ ঘোষণা করেই দেয়,
                         হাহাকারে...হাহাকারে...
তবে নীরবে বসে অাদর করে
ওদের ঘুম পাড়িও;
                  ঘুম পাড়িও স্মরণিকা।

কপালে,অাঙুল ছোঁয়ায় কী জানি জাদু রেখে
লাজে,মাধবী-বৃন্তকুসুম চোখে চোখে
চেনা-অচেনা বোবা ভাষার কথায়
স্ব-বেগে হারিয়ে যাবার
                 নিঃশব্দ....প্রতিজ্ঞায়,
হবো তোমারই কামনার কাছে
                         অামি অাজন্ম দণ্ডধারী,
নিঃসন্দেহে...