হাড়ের বুননে বাঁশি বাজে অন্তর-দহন-সুরে
মাংস হতে রক্তফুল ছিঁড়ে একদিন একা হব অামি,
একা হব অামি...
তুমি হলে এক অদ্ভুত জমাট রক্তে ভেসে উঠা চাঁদ
ঘাসেদের পাতায়-পাতায় রাত্রিদুধ,
চুইয়ে পড়া কবরের ঘাম।
উদাসীন-----
চৌচির ডাঙায় একাকীত্বের প্রসব অালপনা,তুমি।
অামাকে পাথর করে দিয়েছো জ্যোৎস্নায়...
ছিপছিপে অন্ধকারে পুনরায় হেনেছো বাসর ঘুম
শিয়রে নিষিদ্ধ ভূ-খণ্ড,দিগন্তে জ্বর।
একদিন...
তুমি সবার মত ফেলে যাবে অামাকেও,
ব্যাপ্তিতে রেখে প্রদীপ,
পুড়িয়ে যাব তোমার বিশেষণ,অনন্তকাল...