সভ্যতার চোখে খুনি জন্ম ছুঁড়ে
প্রিয়ার ছায়ায় ধরেছি প্রেম-চাষী বর্ণমালা...
দেখেছো?
কেউ কি দেখে?
কতটুকু?
এ শহর কি রঙিন-ঘন ফাঁদ?
শুনেছি রাতের বুকে চুরি হয় বসন্ত
মুলতানী সুরে বজ্রাঘাত।
পারে পারান্তরে মহা-ছদ্মবেশ
অালোর নীচে অামি রাত্রিগাছ,
পাতায় পাতায় শিশির-ঘাম
টুপটাপ...
টুপটাপ...
টুপটাপ...
সিংহের মত শূন্যতাসূত্রের শব্দেরা ঝরে,
ঝরে...
ঝরে...
কেবল অন্ধ অাঁচলের গিঁট হতে
নিজেকে ছাড়াতেই
সামনে মৃতসমুদ্র।
যাব কোথায়?
যাব?
জীবন -সংশয় ওপারে রক্তস্নান,
বিন্দুতে বিন্দুতে রহস্য পাক খায় মৃত্যুর এপারে...