সখা, যাবি অথৈ সাগরে?
দু'জনার গড়া বন্দরে...
অামার প্রেম শিখায় ব্যথারা অাঙুল ছুঁয়ে বলে
মাটির ঘরে নোনতা জলের স্বাদ দেবো!
ক্ষতের মুখে নীরব সুরের ঢেউ খেলানো কৌশলে
ভালোবেসে অাদর করে হৃৎপিণ্ড ছুঁবো।
দেখি তুই কেমন পারিস মন ভুলাতে!
নিজেরে ভুলে যাব দুখের তানপুরাতে...
স্নানঝরা বক্ষ যে অামার গাঢ় নীল-রঙিন!
সখি,সাগরও জানে অামি কূল কিনারাহীন...