প্রথম পর্বঃ
-----------
কবি মায়িশা
এত ভালোবাসাবাসি শেষে তোমার খুনি হয়ে ওঠা
অতঃপর কলমরুধির ঢলে শব্দপ্রসবের বেদনা...
কাগজের বিছানায় সুরেলা চিৎকার! আহা!
খুনিরা কি তবে বধির?
মাংসল রাতগুলোয় নখেদের উন্মত্ত বিচরণ
পিপাসার কামড়ে বরফ-অবয়বে ঘামের লহর!
চুম্বনের সময় আলজিভ দেখেনি চোখ!
খুনিরা কি তবে অন্ধ?
পাথরের গর্ভে ফুলের সৌরভ মেখে মেখে
হিমাদ্রি ধরেছিলো বেশ বনমালীর
অবুঝ সৌখিনতায়!
স্বরে চাকুর প্রতিভা, ছিদ্রে ছিদ্রে সবুজের পরাজয়!
খুনিরা বোবা নয়।
দ্বিতীয় পর্বঃ
----------
ইথার
এখানে কাঁচা হৃদয় অাছে,
হৃষ্ট-প্রকাশ্য অার্তনাদ নেই
যে দুর্লভ প্রেম বিদ্রোহী হতে শিখায়
তারে মানা করতে নেই
হাঁটুক জীবন হতে জীবনে...
না হয় মাটিকেও কিছু সইতে দাও মাটির ভার,
গোপনের চেয়ে গোপনে...
এখানে কাঁচা হৃদয় অাছে,
হৃষ্ট-প্রকাশ্য অার্তনাদ নেই
অাদর করে নাম দিয়েছি মিষ্টি-অাগুন
যে ডাকে বেদনা পুড়েনা..পুড়েনা..পুড়েনা
এখানে কাঁচা হৃদয় অাছে,
হৃষ্ট-প্রকাশ্য অার্তনাদ নেই
মাইলের পর মাইল এপার-ওপার
দুর্নিবার....
পারাপার ....
সহসা জীবনের হাত ধরে টান মেরে
সূর্যের বুকে খুন এঁকে কাঁপিয়ে তুলেছি দুর্লভ প্রেম
যদি রক্ত ঝরে বিনা অার্তনাদে
জেনো,
খুনের কাছেও কিছু প্রেম, প্রিয়তমা হয়...