মাংসের প্রতিভা খুঁজে নিক
কতটা রক্তাক্ত হলে কবিতা উন্মাদ হয়?

পাখির ডানায় কিছু স্বপ্ন তুলে
ফিরিয়ে  দিলাম ক্ষুধা,
ঠুকর দিক কেবল অামাকেই,অামাকেই...

তিন মুহূর্তের অবৈধ সঙ্গম ও বয়সী ভুলে
পরিমিতিবোধ বাঁচে নিকোটিনে;
নিঃসঙ্গতার বিকিরণে কেবল মৃত্যুর অালেখ্য...

কোন ছলছুতা নয়
বরং তুমি কালো হলেই অামার পৃথিবীকে অসতী দেখায়...

এই তো চলে যাচ্ছি অার্কাইভ হতে,
গিলে খাব নিজেকে যতটা পারা যায়
বাকিটা বমি করে ভাসিয়ে দিব পৃথিবী...

©ইথার