পর্ব চারঃ
---------

ফেলে এসেছি নিজেকে এভাবেই টুকরো টুকরো পাথরে,
মানুষ হেঁটে গেলে যদি রক্তপাত ঘটে অামার কী দোষ বলো?


বুকে চাকু ঢুকিয়ে দিয়েছো,বেশ----
রক্তের ভিতরও কান্না অাছে
মাটিতে না হোক চোখে নিব ঠাঁই,
অন্ধ হইও না...


ইতিহাস হয়েছি স্পর্শে,
ওখানে তুমি এবং তুমি...


পর্ব পাঁচঃ
---------

মিস,অাপনি গভীর রাতে একবার দরজায় এসে দাঁড়ান,
অামি বারুদ হয়ে লুকিয়ে অাছি দেশলাইয়ে...

ভিতরে অাসুন,
তুলে নিন অামায়...

এবার অন্ধকারে
      এ পৃথিবীর বুকে অামায় পুড়িয়ে দেখে নিন-----
                     মানুষ যত সত্য হয় প্রেম তত পূর্ণতা পায়...