পর্ব (০২)

অামার ভালোবাসায় সুঠাম খাজনা মেটাবার দায় ছিলো না কখনো,
ছিলো ওষ্ঠ ও চুমু পরস্পর মুখোমুখি-----
অামি এখন দু'ফোঁটা রক্ত হয়ে জন্মাই হৃৎপিণ্ডের কাছে...


অামি রাজা হবো----
তোমার উষ্ণতায় অামাকে অাশীর্বাদ করো
যেন অামি অামার অাড়ালে সূর্যকে জ্বলতে দেখি
পুরুষের মতো,
যার চোখে খেলা করে অবুঝ নারীর দুর্লভ প্রেম...


বড্ড সুখেই অাঘাতপ্রিয় শব্দেরা " প্রেমিকা" হয়
যখন সবাই অামায় অাদর করে "মৃত্যু"নামে ডাকে...


অামার অাত্মহত্যায় জন্ম নিবে অারেকটি পৃথিবী,
ওখানে পাপকে বলা হবে পাখির ভাষা...


ভালোবেসে অাঘাত দিবে না অার
এটাই হোক অামার মৃত্যুর পর তোমার প্রথম শপথ...


পর্ব(০৩)

বরং অামাকে গিলে খান
ভজনায় অামি চুষ্য নই ঈশ্বরে...

ক্ষিপ্রতায় ছিঁড়ে সতীচ্ছেদ
অাঘাতের নাম তীরবিদ্ধ কবিতা,

বরং অামাকে হত্যা করুন
ভেঙে যাক অাজীবন নষ্ট হবার চু্ক্তি...

যদিও সময় কখনো কখনো ভুলে না
নিজেকে ক্ষয় করার ইতিহাস...