★
অামার ভিতর মাছেরা সাঁতার কাটে জলজ স্বপ্নে
অামি জল হয়ে রোজ তাদের স্নান শিখাই...
★
অামি নিজেকে টুকরো টুকরো করে
ছড়িয়ে ছিটিয়ে দিলাম একটি লাল গোলাপের কাছে
হেসে হেসে তা কুড়িয়ে নিলেন স্বয়ং ঈশ্বর...
★
নিখাদ প্রেমে ঈশ্বর ও দেবতার মুখোমুখি দাঁড়িয়ে
পৃথিবীকে দেখেছি এক খণ্ড হীরের টুকরো---
যার ভিতর ফুল নিয়ে বসে অাছে অামার জন্মকালীন প্রেমিকা...