অামার হাত গ্রহণ করেছে সেই চেনা স্পর্শ
যা এখনো জ্বলন্ত শরীর বেয়ে কান্না মুছে হৃদয়ের ভাষায়...
যে স্বপ্নে অায়ু বাড়ে মৃত্যুকে তুড়ি মেরে অাজ হতে তাঁর নাম রেখে গেলাম প্রেম...
অামি ও তুমি মৃত্যুর রঙে হেঁটে যাব তবু অালাদা হবো না
বিশ্বাসের মুখোমুখি হলে প্রেম অায়না হয়,
এসো অামরা দু'জন দু'জনাকে দেখে কেবল ঋণী হই...