যেমনটি ভেবেছো তার চেয়ে দূরে  ছিলামই-বা কবে!
যতটুকু অামি তোমাকে ভেবেছি---
ততখানি পেরেছো কি অামায় কাছে টানতে?


স্বপ্নে ঝড় হয়ো না!
এ রক্ত তোমায় বড় বিশ্বাস করে
              এক ফালি চাঁদকে নিমন্ত্রণ দিয়েছে নিশিরাতের মিলনে,
তাকালেই দেখতে পারো জ্যোৎস্নায় দান করেছি প্রেমের কর্পূর...


দখল করতে অাসিনি হৃদয়
ভালোবেসে নীরবে বাঁচতে এসেছি যতদিন তুমি রাখো পাশে...


ঐ খ্যাপা বুকে কী অাছে যা ছিলোনা কাছে অামার!
না হয় শুন্য অামি তবু দিও পূর্ণতা,মহত্ব হোক তোমার...