★
অামি চাঁদকে ভালোবাসি বলেই জ্যোৎস্না এত সুন্দর...
★
প্রেমে পড়লে ঘর বাঁধার স্বপ্ন সত্যি হয়
যদি না থাকে দু'টো হৃদয়ের অভিনয়!
★
নদীতে স্নানরত
একলা রমণীর অাঁচল থেকে বেরিয়ে পড়া
ভেজা ও নিঃস্ব পৃথিবীর মাথা ধরে টান দিতে গিয়ে
একটা ধাক্কা খেলাম সত্যের কাছে----
যেহেতু এতকাল কিছু অবুঝ মিথ্যেকে চুইংগাম বানিয়ে
চিবিয়েছি কামনার ভেতর...
★
হঠাৎ একটা কবুতর এসে
কখন যে বুকের ভিতর পালক রেখে
অজান্তে কার বাড়িতে চলে গেলো
টের পাইনি মৃত্যুর অাগে...
★
মানো অথবা নাই মানো
ও বুকে প্রেম হয়ে ঢুকেছি বড্ড বাঁচার প্রয়োজনে
ভিখিরী ভেবে ভুল করো না!
এ জীবন স্বয়ং অশ্রুর পাহারাদার...
★
অামার ভিতরের অাগুন গণতন্ত্র মানে না রে সই!
ও যে স্বায়ত্তশাসিত অন্ধকারে কেবল অামাকেই পুড়িয়ে গেলো
একা...
একা...
একা...
★
ক'ফোঁটা রক্ত ঝরে গেলে নিহত হয়ে যাব তোমার প্রেমে?
হৃদয়ে পাথরের অাঘাত হেনে যদি ফুল দিতে চাও
অামার সমাধি ছুঁয়ে..
তবে অামি প্রেমিক হব তোমার অবেলার কান্নায়...
★
প্রেম জানি দুটো হৃদয়ের নমস্য
তবু কিছু বিরহ একলা হেঁটে যায় বধূ সাজে...
★
শুধু সুখী হতে গিয়ে পাথর ঘেমে ঘেমে যায় বড় নিঃশব্দে
তবু তোমাকেই রেখেছি অামার বেদনার অাজন্ম সেবিকা করে...