দু'জনে মুখোমুখি----
অামার প্রেমে তোমার কাছে পৃথিবীর সব কবি হোক অন্ধ...
এখন অামাদের ব্যবধানে
খেলা করে ছুরি দিয়ে কাটা রাত
ডেটল গন্ধে স্বপ্নদোষ
ঝুলন্ত অভিধানে বমি করে
অালোর সিম্বল উঠে গেছে শব্দযুদ্ধের রক্তপাতে...
হৃদয়ে বসেছে চাঁদের মারিজুয়ানা
নেশায় নেশায় মাংসের রেপ্লিকা ধরা পড়ে
একটি স্বীকৃত চুমুর উদরে
প্রচ্ছদহীন ওষ্ঠ হতেও বেরোয় গরম ভাপ
কেবল মৃত্যুর সোরাইসিসে বাঁচার মন্ত্র জপে উড়ন্ত ভাত
বলো,কে কাকে ছাড়ে?
নাকি প্রেম কাউকে অাদৌ ছাড়ে না?