গোছানো শেষ...
অাঙিনা ছাড়িয়েছে দুটো পা
বুকে স্বপ্ন,চাকরীটা এবার জুটবেই...
বাস স্টেশন
অলি-গলিতে নেমেছে রামধনু...
রঙে রঙে ভাসছে কত কথার পাখিরা হেলেদুলে..
এই তো সেদিন অচেনা ফেরিওয়ালা অামায় বলেছিলো---
কবি বাবু দুটো চুড়ি নিয়ে যা...
মায়ের হাতে পড়িয়ে দিস অার তোর মাকে বলিস
পাশের বাড়ির গিন্নীদের টিটকারী না শুনতে
স্বামী নেই বলে হাতে চুড়ি,নাকফুল অার গয়না দিলে জাত যায় নাকি রে!
উঠে পড়ুন,উঠে পড়ুন...অার এক মিনিট!
যাত্রাপথ...
এক এক করে পিছনে চলে যাচ্ছে স্বজন-ব্যথা
ওমনি ভবিষ্যত এসে হুমড়ি খেলো নিয়তির ডানায়...
ভাঙলো জানালার কাঁচ...
উপরে কিন্তু চাকা ঘুরছে!
দুমড়ে-মুচড়ে অাছে পাবলিক বাস
অসম্ভব চিৎকারে অামার পৃথিবীর পথ যেন ফুরিয়ে গেলো শেষ নিঃশ্বাসের দামে...
বাতাস পাঠালো সুর
অতএব,নীলকান্ত অাকাশের বুকে কেবলই শুনা যায়,অাহা কেবলই শুনা যায়-------
বাজান,ইলিশ মাছ খাবিনে,তুই না ইলিশ মাছ দিয়া খাইবার চাইছিলি রে বাজান
অামার বাজান...
অায় না!
#(অনুশীলন)