তাঁর এলানো চুল যেন
কলহংসী ডানার অাবছায়া,
করতলে রিয়েলিটি...
অাপেলের রক্তে অাফিম স্তব্ধতা!
কৌতুহলী কুসুমধনু টঙ্কারে
ওষ্ঠে প্রসবিনী জলোচ্ছ্বাস;
ভেসে যেতেই রাত্রির পাহারায়
বয়স বাড়ে অর্ধেক...
তাঁর লিকলিকে চাহনি যেন
সাতনরী কণ্ঠহার,
চোখে থার্মোমিটার...
হঠাৎ ভিঞ্চির ঔরসে স্বপ্নহত্যা!
ঘাসের ডগায় প্রভাতের অায়না ভেঙে
বুক-নস্ট্যালজিক পাথর গিলে
মাটির হা-গর্তে ম্যাজিক প্রহসনে
নেচে ওঠে অামার কবর!
নীরবে ফুল হয়ে বাঁচে সে...
#(কবিতা)