পাথরচাপায় সাদা ঘাস বানিয়ে রাখে গানের সেতু
মাঝামাঝি দাঁড়ালেই বোমা ফাটে ট্রাজিক মিথের কফিনে
ওমনি কলম্বাস হৃদয়ের রেখা ধরে মৃত সমুদ্রে ভাসে জলজ খণ্ডাংশ...
চক্রনাভিতে সূর্যের স্বপ্ন
মন্দাক্রান্তা সময়ে রাত্রিবাস
কঙ্কালে পীথাগোরাস
নিজ জীবাশ্মের চেয়েও অাদিম-
প্রাণকণা শিহরিত কান্নার উপপাদ্যে
পুরাণে ফিরে সুর
ত্রিমাত্রিক দৃষ্টিতে ঝড়
অঙ্কের হিসাবে খানেকটা অাশ্রয়
জিনোমে ফোটে চরিত্র
প্রোটিন ভাঙে কৃষ্টিতে
লোকাচার পাল্টে সংস্কারে
শব্দপরিসীমার খননে ঝলসানো চোখ
সন্ধান করে যীশুর পেরেকে
রক্তের ফসল
এভাবেই জড়ো হয় কসমিক প্রেম,উত্তরাধুনিক উৎকর্ষতায়...
#(কবিতা)