তোর রাত্রিতে পৃথিবীর অসুখ নামে
                                            টাইটানিক স্রোতে...
অথচ অামার ঘরের পায়চারী ডাক,ইগনোর করে মৃত্যুর লজিক

ফ্যানের ঘুরন্ত পাখায় প্রদীপের বিশেষণ
                  হাওয়ায় দাঁড়িয়ে শলতের শেষ তাপে
তোকে বানিয়েছি অামার প্রেমের বিমূর্ত দরজা

ছিটিকিনিতে অাটক অাঙুলের মুক্তি
                               স্বর্গের পিছনে খেলে তাস

রুপালি কাপে জিরোয় সাদা দুধের চা...

              রাতপোকার ডানায় ঐ নস্ট্যালজিক চাঁদ
উপুড় হয়ে কলঙ্কের হিসেব গুনতেই
এ ডারউইন চোখ
          ঘুমন্ত পাড়ায় গাছ হয়ে উঠলো বিবর্তনে...

এখন তোর অদৃশ্য চুমুকের ডাইমেনশন নিঃশ্বাস
           অাত্মস্থ করে স্বয়ং অামারই শিকড়ের ভাষা...


#(কবিতা)