ঋতু অনুসারে শুনেছি "জল ও শ্রাবণ" কিয়দংশ নাকি সমার্থক!

ভ্রু কুঁচকাচ্ছো?

ভুল বেদনায়
জন্মের হাওয়ায়
        যদি চাবুক মারে তিক্তচার উপাচার
তবে অসময়ের কান্না ছুঁয়ে
"জল ও শ্রাবণ"-এর অাদ্যাক্ষর কেটে গেলেই
                                খুঁজে পাবে রহস্য-"লবণ"!

"লবণ" ছাড়া জীবনের স্বাদ হয় কী হে?

(অনুশীলন)