জ্যামিতিক পৃথিবীর
              অহিফেন নিদ্রায়
                    কোজাগরী স্বপ্ন।


                ভোরের পাথরে
লিথোগ্রাফ দৃষ্টি।


               অলিখিত রূপে
চেনা নাগিনী ছন্দে
                  সর্পময় জলবিছুটি পথ
এঁকেবেঁকে
           অামাকে
গিলে খায়
             অর্ধেকটা;
                  বাকিটা নিয়ে গেছে প্রিয়তমা...


#(কবিতা)