অন্ধ সমাজ
অামার ভাঙা-অায়না।
সরে গেলে
রাষ্ট্র দেয় নির্বাসিত,
মুছে মাটির ছাপ
ধুলোর তীর্থে...
কান্নার কাছে পূজো হই শরীরের বায়নায়
তানপুরায় কাটে সারাবেলা,
মাংসের গন্ধে জিবের অভিমানী স্বাদ
পাষাণ হয়ে গলে খুনের পাশে...
বাজারে-বাজারে,
চায়ের কাপে চুমুকের বিজ্ঞাপন
দেয়ালে নটরাজ।
ধ্রুপদী-বিদ্যুৎভস্মে হায়ারোগ্লিফিকস খোদাই,
তবু ছবি হয়ে বাঁচি...
#(অনুশীলনমূলক লেখা)