প্রিয় কবিগণ ও সম্মানিত পাঠকবৃন্দ,
বেশ কিছুদিন ধরে অাসরে অনিয়মিত হয়ে পড়েছি।অাশা করি সকলেই ভালো অাছেন।অামি তিনটে কারণে অনিয়মিত হয়ে পড়েছি।প্রথমত,মায়ের হাতে একটা টিউমারের অপারেশন হওয়ায় ঘরের কাজে বেশীরভাগ সময় অামাকেই দিতে হয়।দ্বিতীয়ত, জবের প্রিপারেশন।তৃতীয়ত,সম্পাদনের কাজ করছি নিজের লেখায়।


প্রিয় কবিগণ ও সম্মানিত পাঠকবৃন্দ,
অামার কবিতার পাতায় অবস্থানরত লেখাগুলো(১৬২ টি লেখা) অামি ধীরে ধীরে পরিবর্তন করে দিব(নামকরণও পরিবর্তন হতে পারে, স্তবকও পরিবর্তন হতে পারে অথবা শব্দচয়নও পরিবর্তন হতে পারে)।

অাসলে এখানে অামার "অাজব দুনিয়া""পর্দা""কণ্ঠহার"রাত্রিবাস""জেলখানার চিঠি"ও "বিচিত্রা"নামক কবিতাগুলো ছাড়া বাকিসব লেখাগুলো ছিলো জাস্ট অনুশীলনমূলক।পর্যবেক্ষণ করে দেখতে চেয়েছি এগুলো অাসলে কেমন ছিলো।মূলত বাতিলের খাতায় থাকা বেশীরভাগ লেখাগুলোই এখানে ছেড়েছি।সে যাই হোক,অামি অবশেষে বাকি ১৫৭ টি লেখা নিয়ে কাজ শুরু করতে পেরেছি।তাই অামি অামার পাতায় অবস্থানরত লেখাগুলো(কবিতা হিসেবে ধরছিনা) ধীরে ধীরে সম্পাদন করে নিব।


সবাই ভালো থাকুন।কবিতা বড় সাধনার জিনিস...
যেমন---
হেলাল হাফিজকে "হৃষ্টপুষ্ট"---এই একটি মাত্র শব্দচয়নের জন্যে তিনমাস অমানসিক পরিশ্রম করতে হয়েছিলো,অপেক্ষা করতে হয়েছিলো...।ভাবা যায় না!

★অাসরের মঙ্গল কামনা করছি।ভালোবাসা।