গৃহ-বান্ধবীর তর্জনীর অাংটি খসে মূল্য বেড়েছে বাজারের।
নষ্ট পারফিউমের কৌটায় পলাতক ঘুম ছুঁয়েছে রক্তের ঘ্রাণে।
কালের শিকল এসে নাম দিয়েছে "সমাজ-বন্দী",অার্য প্রতাপের কারাগারে।
ভিখিরি পয়সার নাচনে
জীবাশ্ম গহীনে মধ্যবিত্তের গান গায়
বাসনার বটবৃক্ষ।
জৌলুস নগরে সোডিয়াম বাতির অাদর্শে মুখ ঢাকে অফিস ফেরত কেরাণী।হা-হুতাশে পায়ের টানটান ছাপ গুণে রাখে প্রত্যহ;কখন অাবার না জানি পথের রেখা শুষে নেয় ছুটির ক্যালেণ্ডার!
দেহ চায় সিম্বলিজম,
অমীমাংসিত গণিতের খাতায় পাক খায় ফেনিল স্বপ্ন,
হাওয়া এসে বাসর রচে ছেঁড়া জামার অাস্তিনে।
মাংস খুলে পাথর লাগাতে গেলেও অাগুন ধরে অশ্রুজলে।অভাবী বুকের একতারা যেন স্বয়ং বাউল হয়ে উঠে শূন্যে...
কেরাণী,ও কেরাণী!খাটের তলায় পড়ে অাছে তিন পুরুষের সুলিখিত দলিল,বেচে দাও পাউরুটি অার চায়ের দামে।