কৃষ্ণকলি,
ক'ফোঁটা রক্ত ঝরে গেলে নিহত হয়ে যাব তোমার প্রেমে?
হৃদয়ে পাথরের অাঘাত হেনে, যদি ফুল দিতে চাও
অামার সমাধি ছুঁয়ে...
তবে অামি প্রেমিক হব তোমার অবেলার কান্নায়...
বাহু একঃ
--------------
অগণিত দালান-কোঠার ইতিহাস,
বুক-পাথরে খোদাই করে;
অাজব-রঙা অায়নায় ভাসে
উনুনের শিখায় পুড়িয়ে ফেলা
এক থালা ভাতের কষ্ট!
তাই বয়সের দরজা ভেঙে
নবপ্রভাতে অামি হয়ে উঠি
অাজন্মকালের এক বিদ্রোহী তরুণ!
বাহু দুইঃ
--------------
সন্তানেরা(ছেলে/মেয়ে) কষ্ট পেলেই----
প্রেয়সীর অাঁচল ছেড়ে
গলিত মোমের অালোয় দাঁড়িয়ে যাই মহান অাল্লাহ্'র দয়ায়।
সময়ের জায়নামাজে দাঁড়িয়ে,
অচেতনে...
হৃদয়ে নীল-অক্ষরের সুতো বুনে
অদেখা কলমের নিঃশ্বাসে...
অামি ক্রমশ"পিতা"হয়ে উঠি মাঝরাতের কান্নায়...
বাহু তিনঃ
----------------
কেবল ওরা(ছেলে/মেয়ে)অালোকিত মানুষ হলেই---
যাপিত জীবনের প্রসব-বেদনা শেষে,
প্রেয়সী, তুমি কালের পৃষ্ঠদেশে পা'ফেলে
প্রকাশ্যে হয়ে উঠো অামার সন্তানের অাদর্শ "জননী"...