(০১)

দোলনা
------------
দোলনায় দোল্ খেয়েছি শৈশবে
এখন হৃদয় পোক্ত হয়েছে ব্যবসায়িক স্বপ্নের ভীড়ে;
তাই দোল্ খাচ্ছি শূন্যে!

(০২)

চুড়ি
---------
হাতে গোলাকার চুড়ি বাজে ঝনঝন,মাঝখানে বড্ড ফাঁপা,
তারি মাঝে ঘুমিয়ে ছিল জীবাশ্ম প্রেমের বিকেল-রঙা রোদ।
হঠাৎ অাঁধার অাসতেই জেগে উঠলো ভদ্রপল্লী!
ভাঙলো সাধের চুড়ি,রেখে গেল রক্তের ছাপ সতীত্বের ডানায়........

(০৩)

হোলি
------------
চেতনার বীজে কালের পোকা।
অাঁধারের নাট্যমঞ্চে খুনের তৃষ্ণায়
              ক্ষিপ্রগতিতে ব্যাধের চুম্বন চলে ওষ্ঠের গর্ভে,
রক্তের ঘূর্ণিনাচে হোলি খেলে
              নাট্যশাসকের বিজ্ঞাপনে নায়িকার প্রহসন!

(০৪)

নপুংশক
----------------
অলিখিত ডায়রীর মৃত পৃষ্ঠায় বসেছে মাংসের হাট-বাজার।
তুমি দৌঁড়ে যাও ক্রন্দসীর পদচিহ্ন ধরে ধরে......
চেয়ে দেখো--
সিলিং ফ্যানের তিনটে পাখায় অাঁচলের শেষ স্বপ্ন রেখে,
নাগরিক সভ্যতার দেয়ালে থাবা মারতেই
কেঁপে উঠছে তোমার-অামার টেলিভিশনের রঙিন পর্দা!
কারণ নিঃস্ব রমণীরা অাত্মঘাতী হলেই অামরা হই নপুংশক!