ভুল মানুষের
ভুল সময়ের
ভুল কান্নায়
কে অাছে অামার মতোন নিঃসঙ্গ চাতক?
যে সারাটিজীবন
অাদরে অাদরে
অবুঝ মেঘের অাড়ালে
পুষে চলেছে
সাত-রঙা রমণীর
ছাইচাপা প্রেম!
অামার মতোন কেউ কি দেখেছে
কান্নার ভেতরে অাগুন?
যতটা কেঁদে কেঁদে অন্ধ হয়েছি অামি!
করুণা হলেও,
কে অাছে এমন ভেঙে দিবে অবেলার একটি পাথর?
নীরবে যতটা জ্বালার লৌহ কণিকা অাগলে রেখেছি বুকে!
কোন্ মায়ায়
ভুল করুণা
ছুটেছে পোড়া কপালের ভাঁজে?
জীবনকে পূজোর মাল্যদান করে
অামি পুড়তে পুড়তে
অতিক্রম করে গেছি
পোড়ার কাল!