অাহা মূর্খ রে অামি,মগজের স্মৃতি বড়ই দুর্বল!
নিদ্রাহীন রাতের লক্ষ তারায় পড়ি অামারই প্রিয়ার দশদিশা হৃদয়;
ভুলে যেতে সহস্র লাইলীর সপ্ত সিন্ধু অশ্রজল!
কোটি-কোটি মজনুর অদেখা প্রেম-পাথর স্মরণে মুছে দি ঘর্ষণক্ষয়।
অযোগ্য রে ডেকো না শিরি,অামি পা'হারা কাঙাল
শত ফরহাদের সরীসৃপ বুকে ভর করে হাঁটি অবেলার প্রেমে;
শিখে নিতে ওষ্ঠ-প্রলুব্ধ চুম্বনদেশের ভস্মস্নায়ী কাল!
কোজাগরী পূর্ণিমায় ধরি প্রেমের ক্লান্ত শিখা,শুভ লক্ষীর নামে...