সর্বনাশের দোহাই লাগে!অনিলা.....
সারা দুনিয়াকে ডেকে ডেকে চিৎকার করে বলে দাও--
প্রেমকে সত্য মেনে যদি পাপ করি,
প্রেমকে সত্য মেনে যদি পাপ করি,
প্রেমকে সত্য মেনে যদি কলঙ্কিত হই,
তবে অামার প্রেমে পূর্ণ হোক নরক!
সংসার কাজে সময়সংক্রান্তির কলরবে দেখা হয়নি
নিষিদ্ধ অঙ্গারে অামার যুক্তিহীন হৃদয়ের স্বভাবদোষ।
সর্বস্ব জ্ঞানে শুধু জানি--
তোমার বিনম্র অাঁচলে লুকানো মেঘের কান্নায়
প্রেমকে সত্য মেনে অামি অাজো অাকাশ হয়ে অাছি,
বড় দুঃসময়ে.......
মাঝে মাঝে ডানা ঝাপটায় কাঙাল চাতক......
তাজা হাওয়ায় তোমার বেনারশী শাড়ির ফাঁকে
দিওয়ানা করে রেখেছো বুক প্রদীপের নিঃশ্বাস।
তাই চা ঠাণ্ডা হয়ে যাওয়া শেষ চুমুকের স্বপ্নে
ওষ্ঠের দুঃখ নিয়ে
তোমার গালে অাবার চুম্বনের ইতিহাস জাগাতে-----
প্রেমকে সত্য মেনে মৃত্যুকে প্রশ্রয় দেইনি বলেই
অসংখ্য অালোকিত জন্ম অামাকে ইশারায় কাছে ডেকে নেয়
বড্ড ভালোবেসে-----