অশ্রুদান
---------
ইথার
প্রণয়ীর পদাঙ্ক মুছে করি বিন্দু বিসর্জন
অসূয়া বেষ্টনীর শূন্য গর্ভেশ্বরে ।
মুরারি গৌরবে ঈশিত্ব জাগরণে কৃত্তিবাস ভেঙে
অামি মরি রে অধুনাতুন ধারে!
আহ্লাদ-আলাপেই কাঁপে বঙ্গ- আসমান
বন্ধন প্রণয়ের কালকূটে।
বদনাম ছুঁয়েই আলুলায়িত কেশের পাকচক্রে যায়
প্রসাদের বাণী ছুটে ছুটে...
মাসে মাসে বসে প্রেম-সভা, শ্যামের ঘাটে...
কালো-রঙ বলে রাধা ভাঙে তা!
অন্তর টিপুনি অজুহাতে কেলেঙ্কারী বুকে
দেখি কালা-চাঁদের বচন-ভণিতা।
কুসুম-কোমল বিচিত্রায় মমতার টানে কামিনীর রসনায়
বসে থাকি ঐ সূর্যের মতোন!
বিনাশের কালে বাসর ধিক্কারে,রাত্রির অবসাদ ভুলে
মানি না ধরিত্রীর নগ্ন শাসন!
বুঝি না নিয়ম-রীতি;শৃঙ্খলিত জ্ঞানের দুষ্কৃতিপারে
হিল্লোল মুখরিত প্রেম অধিষ্ঠান।
এই তো জন্ম-স্রাব;গোলমেলে অচির প্রভায়...
হে প্রণয়ী করো তুমি অশ্রুদান!