বাইবেলঃ
"অার জগৎও অটল-তা বিচলিত হবেনা"(ক্রনিকলস ১৬/৩০)
"জগৎ ও সুস্থির,তা নড়াচড়া করবেনা"(সাম ৯৩/১)
বেদঃ
"ধ্রুবা দৌধ্রুবা পৃথিবী ধ্রুবাসঃ পর্বতা ইমে। (ঋগ্বেদ দশম মন্ডল,১৭৩/৪)
অর্থাৎ অাকাশ নিশ্চল,পৃথিবী নিশ্চল,এ সমস্ত পর্বতও নিশ্চল।
কুরঅানঃ
"তিনিই খুঁটি ছাড়া অাকাশকে ছাদ স্বরূপ ধরে রেখেছেন"(সূরা লুকমান(৩১:১০)
---------------------------------------------------------
কালচক্র
---------------
ইথার
শতাব্দী থেকে লক্ষ শতাব্দীর এপার-ওপার মাঝে কোন এক মুমূর্ষ...
নিশ্চল পৃথিবীর প্রজ্বলিত অঙ্গারের অঞ্জলি নিয়ে
"মানুষ" শব্দটির পাশে সঙ্গীতলহরীর ঝংকার তুলে যূথী-চামেলীর
সোমরসে মেলে ধরে হরিৎ-পিঙ্গল দৃষ্টির অপার্থিব যন্ত্রণা।
ব্যাপ্তির কাছে ভ্রান্ত মোহে জীবন সলিলে অনন্তের শেষ স্পন্দন রেখে,
কোটি-কোটি বৎসরের দ্বারপ্রান্তে ঘনতমসাচ্ছন্ন গর্ভলীন রশ্মি হতে
নথিভুক্ত করে গেলো একটি অবুঝ প্রাণের সর্বনাশ!