সময় কথা শুনেনি।সময় কথা শুনেনা।
পয়সার পা'য়ে ধরে কতবার বলেছি,
ছলনায় চোখ রেখে জীবনের দর-কষাকষি ভালো নয়!
যতবার মানবতার পোষাক পরি,
ততবার উলঙ্গ হয়ে যাই বিজ্ঞ রাজনীতির ইশারায় !
আঙুলে আঙুল রেখে যতদূর যাওয়া যায়
তারচেয়ে বেশি ছুটে গেছি পুঁজিবাদীর হাট-বাজারে .....
তবু সোনার কলসীতে গোয়েন্দা চোখের জমানো জল
ভেজাতে পারেনি তিন পুরুষের ভিটে-মাটি।
এত অনাবৃষ্টি,এত ঝড় ,এত বৃক্ষচ্যূত বাসনা কোন ভাষার অক্ষরে গ্রন্থিত হলো মহাকালের চিতায়?
অপরাজিতার পাশে সুন্দরের আয়ু নিয়ে হেঁটে যাচ্ছে প্রেমের জামিনদার!
অথচ ইতিহাসের কাছে জেগে উঠে জন্মের প্রহরী গায় গান-
হে রে সোনার বাংলা!
তোমার মনখারাপের মৌন বিকেলবেলায়,
আমার নীড়ের পাখি
মরে মরে কালবৈশাখীর হাওয়ায় হাওয়ায়।
প্রকাশ্যে যতবার তোমাকেই ভালোবাসি,
ততবার গোপনে নিজেই খুন হয়ে যাই।।