সৃষ্টিরা অাহত হলো
ভুল মানুষের মগজের ব্যর্থতায়।
কান্নার প্রতিভায় মাটির মমতায়
ভুল দরজার পাশে উঠে দাঁড়ায় সময়।
কড়া নাড়লেই দৌঁড়ায় মহাশূন্যের যাত্রী,
কিংবদন্তীর খোঁজে.......
পাড়ায়-পাড়ায় নগরে-নগরে
দুলছে অগণিত পা,
ছায়াদের দুঃসাহসী ছোটাছুটি চোখের ভিতর
বুকের মাঝে অাজব গোরস্থান!
লোহিত চূর্ণ রঙ-মেখে রক্ত এসে হাজির!
বিশ্বরাগিনীর বীণায়
হাওয়ার-পালকি ভাসে মাথার উপর...
পিছনে চিতার ক্রোধ,সামনে হাড়ের খুলি
মাঝখানে দু'চারটে ফসফরাস।
শূন্য পরিক্রমা শেষে
নাচে ঘাট পার ঘাটের খেয়া।
ইশারায় ইশারায়
অাড়াল হতে ডাকে
প্রদীপের তলার বৃত্তবন্দী অন্ধকার।
মন্দারমাল্যে নিক্ষিপ্ত জগৎ-শিল্পীর প্রত্যাশা.....
অগণিত ওষ্ঠের প্রলুব্ধ চুম্বন মুছে
তরঙ্গভঙ্গের ধ্রুপদী ঝংকারে
অালো গেছে যক্ষপ্রিয়ার বিনুনীর ফাঁকে।
অামরা কেবল অাকাশ অার পৃথিবীর মাঝখানে
অমৃত প্রেমের নমস্কারে.......
গানের সুরে বাঁধা ক্ষণিকের কর্মকূশলী
নতুবা জরায়ুজ।