ছলনার কাছে বাজি রেখেছি কলমের নিঃশ্বাস....
গোলাপের ঠোঁটে পাঠিয়েছি লক্ষ্য-কোটি বুলেট;
সাধ্য কার চুম্বনের মানচিত্র জ্বালিয়ে দেবার?
সময় হলো কলঙ্ক মুছার,
এখনো পড়ে আছে ---
মাটির তলায় প্রতিভার জৈবসার;
সময় হলো মানুষ হবার।।
অসুন্দরের পায়ের তলায় জন্মের আগুন রেখে,
মরণ-মুকুরিত ডালায় বিশ্বাসী স্বপ্ন ভরে
আকালের দেশে------
ইন্দুর ললাটেই এঁকে দিলাম প্রেমের প্রতিমা।
অাজ অাবার সময় হলো মানুষ হবার!
দুর্বিনীত যৌবন যদি ধরে রাখতেই চায় সুন্দরের সম্মান,
তবে তারে বলিও লোকনাথী----
ঈশ্বরের ঘরে যুদ্ধ নেই!
★উৎসর্গঃপ্রিয় কবি খান লোকনাথী'কে।