ফুলের কাছে মালী হয়ে ভাগ করে নিলাম জন্মের পাপ!
দুঃখ-সুখের মাঝপথে ঈশ্বরকে দাঁড় করিয়ে
খুঁজি ভাঙা নৌকোর গলুই।
মোরগঝুঁটির উৎসবে অামি এক নষ্ট ফেরিওয়ালা!
কে?কে নিবে ক্ষত শরীরের ভার?
কার মুখশ্রী ধুয়ে দিবে কলঙ্ক-সংযোগ রেখার সর্বনাশ?
অামাকে দিবানিশি কুরে কুরে খায় হরিয়াল বনের বেনামী রাক্ষুসে পোকার দল।
কচি কলাপাতার রঙ মেখে অামার পোড়া কপাল,সবুজ ঘাসের তলে নীরবে ছুঁয়ে দেয় শিশিরের অায়ু।
দেয়ালে দেয়াল ঘেঁষে,চকমিলান উঠোনে পদচিহ্ন রেখে
বুক থেকে উঠে অাসে লাল লাল পাথর,ক্ষয়ে ক্ষয়ে...
এই কী তবে মিলনের কালে এসেছিলাম মানুষ হবার কষ্টে!
অামার বঙ্গ-প্রতিভার কোলে ঘুমুচ্ছে দু'মুঠো ভাত!
কী অাশায়,কী ব্যথায়, কী মায়ায়,
জারজ কথার ফাঁকে কেঁদে উঠে ছাপ্পান্ন হাজার বর্গমাইল!