খবর আসে হাওয়ায় হাওয়ায়।।
উনুনের কথা ভুলে গিয়ে
কষ্ট যখন ঘুমুতে যায়,অনিচ্ছায়
তখনো জেগে থাকে এক পৃথিবী ক্ষুধা;
বাংলার চমকপ্রদ মিডিয়ায়!
কিছু সু-লিখিত কান্নার উপচে পড়া জল
অজান্তেই এক আজব নৌকো ভাসায়!
দাঁড় টানে সংসার-মাঝি,ক্ষতমুখে
প্রবাহের বেনামী যাওয়া-আসায়।।
খবর আসে হাওয়ায় হাওয়ায় ।।
প্রতিভার শিকল খুলে, নিঃসঙ্গ পাখি
ডানা ঝাপটায় রাক্ষুসে বেদনায়।
পালক ঝরে পড়ে,সর্বনাশে!
খবর আসে হাওয়ায় হাওয়ায়।।
আমার মৃত্যুর দিনেই স্বপ্ন উঠবে নিলাম!
সতেরো কোটির দেশে।