দৃষ্টি সীমার বাইরে পুরাতন দুর্গ,  
                                    যাত্রা শুরু….
শুঁড়িপথ বেয়ে হাঁটতে হাঁটতে  
                   যুবতী পার হয় লোধ্র-কুসুম বন!
  
পাতালে স্মরণাতীত পাপড়ি-ভেজা গন্ধ,
                                            আকাশ রূপশূন্য,
রহস্য-নীল স্রোত,
                   ছোট ছোট ঘূর্ণি….
                                          পাল্টায় ইতিহাস…

শব্দের ফাঁকে রাত্রিযাপন,
                      অক্ষরে অক্ষরে বর্ণিল সখ্যতা….
হঠাৎ চারিদিকে ঝিঁ ঝিঁ পোকার গুনগুন,
            পদ্মপুকুরেও মাছেদের ক্রন্দন!
তারপর?
       মহাশ্বেতা ভোরেই ভেসে ওঠে যুবতীর লাশ...
  
তারপর?

        আজ এ প্রাণ ফিরে চলে সনাতন মেঘের আড়ালে
বারংবার তাকে ইশারায় ডেকে বলে-
তবু মনে রেখো খোদাইকৃত পাথরে
                      একদিন এঁকেছিলে আমার ছবি...

প্রাণ সত্য,নয়তো সবই ভুল.........

সব প্রশ্ন ধুয়ে মুছে যাক, চলো হে বহ্নিশিখা !
রূপ ফিরিয়ে নিও না, থালা নিয়ে দাঁড়িয়ে আছি
জ্বালিয়ে দাও আমার প্রেমের দেশ, পড়ে থাকুক ছাই...